অপহরণের ৭২ ঘণ্টার মধ্যেই পলিটেকনিকের অধ্যাপককে উদ্ধার করলো পুলিশ। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে উদ্ধার করা হয় অধ্যাপককে। ঘটনায় অপহরণকারী সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে পাঁচজনের বাড়ি পূর্ব মেদিনীপুরের কন্টাই এলাকায়। বাকি একজনের বাড়ি মালদাতে। অধ্যাপককে মুক্তিপণ বাবদ ৩ কোটি টাকা দাবি করেছিল অপহরণকারীরা। অবশেষে বিভিন্ন ফোনের সূত্র ধরেই ওই অপহরণকারীদের গ্রেপ্তার করে পুলিশ।

উদ্ধার করা হয় পলিটেকনিকের অধ্যাপক তাপস কুমার মন্ডলকে (৩৬)। তিনি মালদার ইংরেজবাজার শহরের মহানন্দাপল্লি এলাকার বাসিন্দা। ধৃতদের মালদা আদালতে পেশ করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।